শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানি শুরু হয়েছে। প্রথম দিনে ৭০টি আপিলের শুনানি শেষে ৫১ জন প্রার্থী তাঁদের বাতিল হওয়া মনোনয়ন ফেরত পেয়েছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে; যা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।