
দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে শুক্রবার বিকেলে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর জিয়া উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জলভরা চোখে বাবার জন্য মোনাজাত করেন তিনি। এসময় অসুস্থ মা খালেদা জিয়ার সুস্থতা ও গণ–অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া করেন তারেক। ১৯৮১ সালে ১৬ বছর বয়সে বাবাকে হারানো তারেক ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত ছিলেন।