ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান শুক্রবার জানান, হলফনামায় অসংগতি, ফৌজদারি মামলার তথ্য গোপন ও সম্পদ বিবরণী দাখিল না করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে মান্নাকে সমর্থন দিয়েছিল বিএনপি।