বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জাসাস আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১১ জুলাই, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জাসাস আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১১ জুলাই, ২০২৫

অবাধ ও সুন্দর নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে শহীদদের আত্মা কষ্ট পাবে: গয়েশ্বর

দেশে একটি অবাধ ও সুন্দর নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে জুলাই শহীদদের আত্মা কষ্ট পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘বহু মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। আমরা দেশে একটি অবাধ ও সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখেছি। এটা যদি ব্যর্থ হয় তবে শহীদদের আত্মা কষ্ট পাবে। আমাদেরও দুঃখের শেষ থাকবে না।’

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। রাজধানীতে আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এই অনুষ্ঠান উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় মালা যাঁরা গলায় পরলেন, তাঁরা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে সমাজে বৈষম্যের সৃষ্টি হয়। কারণ, ইতিমধ্যেই তাঁদের মধ্যে এমন কর্মকাণ্ডের লক্ষণ দেখা যাচ্ছে।’

গয়েশ্বর বলেন, নির্বাচনে জনসাধারণ যাদের পক্ষে রায় দেবেন, তারাই বিজয়ী হবে। তিনি অভিযোগ করেন, বিএনপি যেন বিজয়ী হতে না পারে, সে জন্য অনেকে একত্রিত হয়েছে। তারা নানা রকম অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে, বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, পাগল হয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা আশা করি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ পর্যন্ত নির্বাচন নিয়ে যা বলেছেন, তা বাস্তবায়ন করবেন। দেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের ভেতর দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যই বিএনপি আন্দোলন করছে।’

জাসাসের আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফউদ্দিন, সহসাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, শহীদ মো. জসিম উদ্দিনের ভাই রিয়াজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাসের সদস্যসচিব জাকির হোসেন।