Thank you for trying Sticky AMP!!

রাজধানীর বিজয়নগরে গণ-ইফতার কর্মসূচিতে বক্তব্য দেন এবি পার্টির নেতারা। ঢাকা, ১৯ মার্চ

পবিত্র রমজানে যানজট ও লোডশেডিংয়ে জনজীবনে নাভিশ্বাস: এবি পার্টি

এবি পার্টির নেতারা বলেছেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি তীব্র যানজট ও লোডশেডিং দেখা দিয়েছে। সকাল থেকে ইফতারের আগমুহূর্ত পর্যন্ত ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো যানজটে অচল হয়ে পড়ে। গ্রামাঞ্চলে এখনই লোডশেডিংয়ের যে প্রকোপ শুরু হয়েছে, তাতে মানুষের জীবনে নাভিশ্বাস তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন বিজয়-৭১ চত্বরে আয়োজিত গণ-ইফতার কর্মসূচিপূর্ব সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, যারা সামান্য যানজট নিরসন করতে পারে না, তাদের হাতে দেশ নিরাপদ নয়। বাংলাদেশে খাবারের কোনো সংকট নেই। সিন্ডিকেট করে, অব্যবস্থাপনার মাধ্যমে সুবিধাভোগীরা জনগণের পেটে লাথি মেরে টাকা লুটে নিচ্ছে।

গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী বলেন, ‘আমাদের শত বছরের ঐতিহ্য ইফতার মাহফিলে সরকারি দলের লোকজন হামলা করছেন। মন্ত্রীরা জিনিসপত্রের দাম কমাতে ভূমিকা রাখতে না পারলেও জনগণের খাবার নিয়ে উপহাস করছেন।’

এবি পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সেলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

গণ-ইফতারে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার প্রমুখ।