আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

গাজায় হামলা ও ভারতে ওয়াক্‌ফ বিলের প্রতিবাদে বিক্ষোভ জমিয়তের

ফিলিস্তিনের গাজায় গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াক্‌ফ বিল পাস ও মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে দলটি।

বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি বলেন, ‘৬ সপ্তাহ ধরে ফিলিস্তিনের সীমানায় কোনো ধরনের সহায়তাসামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। গত এক মাসে পাঁচ লাখ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছেন। বোঝা যায়, এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিষফোড়া। এই বিষফোড়াকে নির্মূল করতেই হবে।’ ভারতে বিতর্কিত ওয়াক্‌ফ বিল আইন বাতিল করার আহ্বান জানান আফেন্দি।

কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান মাযহারি বলেন, ‘ইসরায়েল ও আমেরিকাকে হুঁশিয়ার করে বলতে চাই, গাজা এবং রাফাকে খালি করে ইহুদিবাদের উর্বর ভূমি বানানোর যে চেষ্টা করা হচ্ছে, তা হবে না।’

সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য দেন জমিয়তে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসূফী। এ ছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, ঢাকা মহানগর উত্তর সভাপতি, মকবুল হোসাইন কাসেমীসহ প্রমুখ।