Thank you for trying Sticky AMP!!

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা, ২৫ মার্চ

সিঙ্গাপুর থেকে ফিরে মির্জা ফখরুল ক্ষমতার দিবাস্বপ্ন দেখছেন: ওবায়দুল কাদের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে ফিরে ক্ষমতার দিবাস্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বিএনপি ক্ষমতার দিবাস্বপ্ন দেখছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সিঙ্গাপুর থেকে ফিরে ফখরুল ক্ষমতার দিবাস্বপ্ন দেখছেন। বিদেশে বিএনপির প্রভু আছে। যারা স্বার্থের জন্য বিএনপির পক্ষে ওকালতি করে আর আমাদের বন্ধু আছে, প্রভু না। ৭১-এও বন্ধুরা আমাদের সঙ্গে ছিল। এবার বিএনপি যখন নির্বাচন বানচালের চেষ্টা করেছিল, তখনো বন্ধুরা আমাদের পাশে দাঁড়িয়েছিল।’

সিঙ্গাপুরে প্রায় তিন সপ্তাহ চিকিৎসা শেষে গত শনিবার ঢাকায় ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় ফিরে প্রথম কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন তিনি।

আজ সকালে নয়াপল্টনে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিএনপির একটি সমাবেশেও বক্তব্য দেন মির্জা ফখরুল। ওই সভার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘নয়াপল্টনে মির্জা ফখরুল মুক্তিযোদ্ধা সমাবেশ করেছেন। আমি জানতে চাই, ৭১-এ আপনি (ফখরুল) কোথায় ছিলেন? কোথা থেকে ট্রেনিং নিয়েছেন, কোন সেক্টরে যুদ্ধ করেছেন?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা সমাবেশ করলেন, অথচ ২৫ মার্চ গণহত্যা নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। এরা কারা? এরা পাকিস্তানের দালাল। বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ ভুয়া। ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে ওই সমাবেশ করা হয়েছে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা কোনো দিনও মুক্তিযোদ্ধা হতে পারে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির জন্য আমরা ২৫ মার্চ গণহত্যার স্বীকৃত পাইনি। পাকিস্তানের কাছ থেকে আমাদের ন্যায্য পাওনা আমরা পাইনি। পাকিস্তান কথা দিয়েও তাদের নাগরিকদের ফেরত নেয়নি। আজও ৭১-এর গণহত্যার জন্য একবারও দুঃখ প্রকাশ করেনি। পাকিস্তানের কোনো সরকার, সরকারি কোনো লোক যুদ্ধাপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেনি। যারা সেই পাকিস্তানের দালালি করে, তারা স্বাধীনতার শত্রু, আমাদের শত্রু। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, জেলের ভেতর চার নেতাকে হত্যা করেছে। বিএনপি জয় বাংলা স্লোগান, ৭ মার্চ নিষিদ্ধ করেছে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

Also Read: বাংলাদেশ কোনো দেশের প্রভুত্ব মানবে না: মির্জা ফখরুল