ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ফাইল
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ফাইল

মুফতি ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবি ইসলামী আন্দোলনের

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি জানায় দলটি।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী সরকার জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও বারবার জালিয়াতি করেছে।

জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়ে ইউনুস আহমেদ বলেন, ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীকে মেরে রক্তাক্ত করা হয়েছিল। তা ছাড়া সব বুথ থেকে হাতপাখার এজেন্টদের বের করে দিয়ে নৌকার পক্ষে একতরফা সিল মারা হয়।

ইসলামী আন্দোলন দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কোনো অপকৌশল বা পতিত স্বৈরতন্ত্রের দোসরের কূটচাল যদি গণরায় বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করে, তার পরিণতি কল্যাণকর হবে না। ইসলামী আন্দোলন গণরায় বাস্তবায়নের পথে সৃষ্ট বাধা অতিক্রম করার পদ্ধতি জানে।

উল্লেখ্য, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির।