Thank you for trying Sticky AMP!!

তাদের মুখে অসাম্প্রদায়িকতার কথা শোভা পায় না: কাদের

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে যাদের রাজনীতি শুরু হয়েছে, তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না। আজ বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অন্য নেতাদের সাম্প্রতিক বক্তব্যকে দেশবিরোধী উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ ভালো করেই জানে, বিএনপির রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতির ভরকেন্দ্র। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে।

ওবায়দুল কাদের বিবৃতিতে আরও বলেন, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের জন্য বিএনপি মহাসচিবের ছদ্মবেশ ধারণ দেশের জনগণের সঙ্গে একধরনের পরিহাস।

এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আওয়ামী লীগের হাত ধরেই প্রতিষ্ঠা পেয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গণতন্ত্রের বিকাশ ও তা সমুন্নত রাখতে আওয়ামী লীগই সর্বোচ্চ কাজ করে যাচ্ছে।

Also Read: স্বাধীনতার ৫০ বছরেও অসাম্প্রদায়িক দেশ নির্মাণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: ফখরুল