Thank you for trying Sticky AMP!!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন, আশা জি এম কাদেরের

জি এম কাদের

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি আশা প্রকাশ করে বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

আজ সোমবার এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জি এম কাদের। জাপা চেয়ারম্যান বলেন, আইন পেশা, বিচারালয় এবং দুদকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা মো. সাহাবুদ্দিনের রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে। রাষ্ট্রপতি দলমত-নির্বিশেষে গণমানুষের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করলে দেশ ও জাতি উপকৃত হবে।

মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দরবার হল বঙ্গভবন, ঢাকা, ২৪ এপ্রিল

জি এম কাদের বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণমানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

আজ সকালে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন।

Also Read: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান যেমন ছিল