ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরমেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ রোববারও নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরমেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ রোববারও নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা

ইশরাককে মেয়র পদে বসানো

বিক্ষোভকারীরা বলছেন, ‘রায়ও এসেছে, রিটও খারিজ, আর কিসের অপেক্ষা’

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ রোববারও নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা।

‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মচারী ও দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ। তাঁরা বলছেন, জনগণের রায়ে নির্বাচিত মেয়রের হাতে দায়িত্ব তুলে দিতে হবে—এটাই তাঁদের একমাত্র দাবি।

বিক্ষোভকারীরা বলছেন, ‘রায়ও এসেছে, রিটও খারিজ, আর কিসের জন্য অপেক্ষা? সরকার ইচ্ছাকৃতভাবে দায়িত্ব দিচ্ছে না।’

নগর ভবনের মূল ভবনে প্রবেশের সব ফটকে গত ১৫ মে থেকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এর ফলে করপোরেশনের সব ধরনের সেবামূলক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরমেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ রোববারও নগর ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা

জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ নাগরিকদের নিয়মিত কাজগুলো ব্যাহত হচ্ছে। সিটি করপোরেশনের অনেক কর্মকর্তা-কর্মচারী অঘোষিত ছুটিতে চলে গেছেন।

ডিএসসিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অবস্থানের কারণে কার্যত দপ্তরগুলোয় কেউ ঢুকছে না। অফিসের পরিবেশ নেই। যে যার মতো দূরে সরে আছে।’

ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণার পরই বিষয়টি আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে। একটি পক্ষ উচ্চ আদালতে রিট দায়ের করে। তবে হাইকোর্ট সেই রিট খারিজ করে দেন।