ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী ও তার জোটভুক্ত ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারির আগেই বিষয়টি চূড়ান্ত হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জামায়াত ১৯০টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্য দলগুলোকে ছেড়ে দিতে চায়।