
আজ রোববার ঢাকার জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঘোষণা করেছেন যে, আট দলের নির্বাচনী সমঝোতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি যুক্ত হয়েছে। গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে জামায়াতসহ মোট ১০টি দল এখন বিভিন্ন আসনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। আরও দলের আগ্রহ থাকলেও আপাতত সমঝোতা সম্ভব নয়।