ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক

জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, আহত নুরুল হক

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গণ অধিকার পরিষদের অভিযোগ, জাপা কর্মীরা তাদের মিছিলে হামলা করেছে। অন্যদিকে জাপার দাবি, গণ অধিকার পরিষদের কর্মীরা তাদের ওপর চড়াও হয়েছে। সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।