কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা, ৩০ আগস্ট ২০২৫
কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা, ৩০ আগস্ট ২০২৫

কাকরাইলে জাপার কার্যালয়ে হামলা

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একদল বিক্ষোভকারী হামলা চালিয়েছে। শনিবার সন্ধ্যার দিকে হওয়া এই হামলায় কার্যালয়ের নিচতলায় আগুন দেওয়া হয় এবং ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ছবি ভাঙচুর করা হয়। জাপা এই হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে।