বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন। তাঁর মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার দিবাগত মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান। গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কেবিন থেকে সিসিইউ হয়ে আইসিইউতে নেওয়া হয়েছে। তারেক রহমান আজ মাকে দেখতে গিয়েছিলেন।