ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে হাইকোর্টের আদেশে বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া ধানের শীষ প্রতীক পেয়েছেন। প্রথমে আবদুল গফুর ভূঁইয়া মনোনয়ন পেলেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল হয়। মোবাশ্বেরের মনোনয়নপত্র দলীয় প্রত্যয়নপত্র না থাকায় বাতিল হলেও, হাইকোর্ট তাঁর আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। সোমবার তিনি প্রতীক সংগ্রহ করেন।