২০২৪–এর জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে আয়োজিত সভায় বাম গণতান্ত্রিক জোটের নেতারা। বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মৈত্রী মিলনায়তনে
২০২৪–এর জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে আয়োজিত সভায় বাম গণতান্ত্রিক জোটের নেতারা। বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মৈত্রী মিলনায়তনে

গোপালগঞ্জের ঘটনা নিয়ে বাম গণতান্ত্রিক জোট

সরকারের এ ধরনের দায়িত্বহীন আচরণ আগামী দিনের গণতন্ত্রের পথচলাকে ব্যাহত করতে পারে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের দায়িত্বহীনতা, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, সমাবেশ মঞ্চ ভাঙচুরসহ দমন–পীড়নের নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলেছেন, সরকারের এ ধরনের দায়িত্বহীন আচরণ আগামী দিনের গণতন্ত্রের পথচলাকে ব্যাহত করতে পারে। এ বিষয়ে সবাইকে সচেতন থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মৈত্রী মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় বাম গণতান্ত্রিক জোটের নেতারা এসব কথা বলেন। ২০২৪–এর জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে এই সভার আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট।

স্মরণসভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আরও বক্তব্য দেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক জয়দ্বীপ ভট্টাচার্য, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

সভায় গণ–অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব শ্রেণি–পেশার মানুষ, বীর শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা ও অভিবাদন জানিয়ে বক্তারা বলেন, ২০২৪-এর গণ–অভ্যুত্থানের বিজয়ের পর আমরা বলেছিলাম, জনগণের বিজয় যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয়, সে জন্য দেশবাসীকে সচেতন থাকতে হবে এবং পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখাতে হবে। আজও এই বক্তব্য প্রাসঙ্গিক।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারের কাজ দৃশ্যমান করা এবং সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। সরকার আন্তরিক হলেই এ বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত অনেক সমস্যার সমাধান করা যাবে না বলেও মন্তব্য করেন তাঁরা।

সভার শুরুতে মৈত্রী মিলনায়তনে শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বাম গণতান্ত্রিক জোটের নেতারা এক মিনিট দাঁড়িয়ে থেকে নীরবতা পালনের মধ্য দিয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।