১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস দেশজুড়ে দাওয়াতি মিছিলের আয়োজন করে
১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস দেশজুড়ে দাওয়াতি মিছিলের আয়োজন করে

বাংলাদেশ খেলাফত যুব মজলিস

যত দিন ইসলামের পক্ষে আছে, তত দিন অন্তর্বর্তী সরকার সমর্থন পাবে

বাংলাদেশ খেলাফত যুব মজলিস বলেছে, ইসলামের স্বার্থ রক্ষার শর্তে তারা অন্তর্বর্তী সরকারের পাশে আছে। সরকার যত দিন ইসলাম ও মানবতার পক্ষে কাজ করবে, তৌহিদি জনতা তাদের পাশে থাকবে। অন্যথায় সরকার জনগণের বিশাল একটি অংশের সমর্থন হারাবে।

বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বৃহস্পতিবার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে দাওয়াতি মিছিলের আয়োজন করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

সংস্কারকাজে সরকার দেশের আলেমদের উপেক্ষা করছে বলে অভিযোগ করেন খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি বলেন, ইসলামি মূল্যবোধ বিবেচনায় না নিয়ে সরকার যে সংস্কারের কথা বলছে, তা প্রকৃত পরিবর্তন আনতে ব্যর্থ হবে। সত্যিকার সংস্কার শুধু ইসলামি নীতিমালার ভিত্তিতেই সম্ভব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, গাইবান্ধা, কিশোরগঞ্জ, ফরিদপুর, শেরপুর, মাদারীপুর, শরীয়তপুর, ঝিনাইদহ, যশোর, বগুড়া, নোয়াখালী, মানিকগঞ্জ, দোহার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দাওয়াতি মিছিলের আয়োজন করে।