বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা। গুলশান, ঢাকা, ২৭ জুলাই
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা। গুলশান, ঢাকা, ২৭ জুলাই

বিএনপি নেতাদের সঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অন্যদিকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হকের নেতৃত্বে দলটির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শাহ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের নেতা এহসানুল হক ও হাসান ইবনে আলী উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক প্রথম আলোকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশ গড়তে ইসলামি শক্তি ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজন। আগামী দিনে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য এ দুই শক্তির বিকল্প নেই।

কোনো অপশক্তি যাতে নতুন বাংলাদেশে আগামী দিনে ঐক্যবদ্ধ যাত্রায় ব্যাঘাত সৃষ্টি করতে না পারে, এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকারও আহ্বান জানান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি।