জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।
নথিপত্রে দেখা যায়, রাজনৈতিক দল হিসেবে ২০১৪ সালের ২৪ জুলাই জাগপাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। তবে নিবন্ধনে আইনি বিধিবিধানের শর্ত পূরণ না করার অভিযোগ তুলে ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দলটির সভাপতি আইনজীবী তাসমিয়া প্রধান ওই বছরই রিট করেন।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। রুলে জাগপার নিবন্ধন বাতিল করে ২০২১ সালের ২৮ জানুয়ারির ইসির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে আজ রায় দেওয়া হয়।
আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী তাসমিয়া প্রধান (বর্তমানে জাগপার সভাপতি) নিজেই শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী তুরিন সিফাত ও আরিফুল ইসলাম। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইয়াছিন খান।
রায়ের পর আইনজীবী তাসমিয়া প্রধান প্রথম আলোকে বলেন, জাগপার নিবন্ধন বাতিলের ২০২১ সালের ২৮ জানুয়ারির ইসির সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে জাগপাকে ইতিপূর্বে ইসির দেওয়া নিবন্ধন বহাল থাকছে।