জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

দলের নেতা-কর্মীদের হুঁশিয়ার করলেন জামায়াতের আমির

দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে নেতা-কর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

এর আগে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম ও রাজশাহীতে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভে হামলার ঘটনায় জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের নাম আসে।

এ নিয়ে সমালোচনার মধ্যেই ফেসবুকে দেওয়া পোস্টে নেতা-কর্মীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না—ব্যক্তি তিনি যে–ই হোন না কেন।’

নেতা-কর্মীদের দলীয় শৃঙ্খলা মানার আহ্বান জানিয়ে শফিকুর রহমান লেখেন, ‘সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।’