Thank you for trying Sticky AMP!!

বিএনপির সঙ্গে ৩০ ডিসেম্বর রাজপথে থাকবে এলডিপি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৩০ ডিসেম্বর বিএনপির সঙ্গে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এ উপলক্ষে ওই দিন বেলা তিনটায় রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবে দলটি। মিছিল মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

আজ শনিবার বিকেলে এক বিবৃতিতে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এ কর্মসূচির কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির ঘোষিত ১০ দফার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সেই সঙ্গে শেখ হাসিনা সরকারের পতনের লক্ষ্যে বিএনপি যেসব কর্মসূচি দেবে, তাতে এলডিপির পূর্ণ সমর্থন থাকবে।

প্রসঙ্গত, ১০ দফা দাবিতে ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি। ২৪ ডিসেম্বর কর্মসূচি হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়। পূর্বঘোষণা অনুযায়ী, ঢাকার বাইরে ২৪ ডিসেম্বর কর্মসূচি পালন করবে বিএনপি।

Also Read: আ. লীগের আহ্বানে ঢাকায় বিএনপির গণমিছিল পেছাল