জুলাই সনদ সইয়ের দিনে বিক্ষোভে নামা 'জুলাই যোদ্ধাদের' নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, 'জুলাই যোদ্ধা' নাম ব্যবহার করে একটি ফ্যাসিস্ট গোষ্ঠী সেদিন অনুষ্ঠান বানচাল করতে চেয়েছিল। তিনি দাবি করেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সঙ্গে জুলাই অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই। যারা ভালো খাবার ফেলে পচা বাসি খাবার খেতে যায়, তারা ভুল করে।