Thank you for trying Sticky AMP!!

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে এবি পার্টি। ঢাকা, ২৪ ফেব্রুয়ারি

সরকারের দুর্নীতির দায় জনগণের কাঁধে চাপানো হচ্ছে: এবি পার্টি

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পাশাপাশি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানোর কার্যক্রমও বন্ধের দাবি জানিয়েছে দলটি।

আজ শনিবার বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে দলের নেতার এসব কথা বলেন।

ব্রিফিংয়ে মূল বক্তব্য তুলে ধরেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান। আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব মিনার।

এবি পার্টির নেতারা বলেন, বিদ্যুৎ খাতে সরকারের ভুল নীতি ও দুর্নীতির দায় জনগণের কাঁধে চাপানো হচ্ছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভুল নীতি ও কমিশনভোগীদের সুযোগ দেওয়ায় বিদ্যুৎ খাতে বড় আর্থিক সংকট তৈরি হয়েছে, যা সরকারের নিজস্ব মূল্যায়ন প্রতিবেদনেও এসেছে।

ব্রিফিংয়ে আরও বলা হয়, বর্তমান চড়া মূল্যস্ফীতির সময়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নিম্ন ও মধ্যবিত্তের মাসের খরচ, উৎপাদন খরচসহ সব খাতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার প্রভাব পড়বে।

এবি পার্টির ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব যোবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান প্রমুখ।