
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। খালেদা জিয়া ও অধ্যাপক ইউনূস কুশল বিনিময় করেন এবং একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় এক বছর পর খালেদা জিয়া সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিলেন।