রংপুর বিভাগের শীতার্ত মানুষের জন্য আজ বুধবার বিকেলে শীতবস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস
রংপুর বিভাগের শীতার্ত মানুষের জন্য আজ বুধবার বিকেলে শীতবস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস

ন্যায়পরায়ণ সমাজ প্রতিষ্ঠায় কাজ করবে যুবলীগ: পরশ

একটা ন্যায়পরায়ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটা নববিপ্লবের সূচনা করবে যুবলীগ।

আজ বুধবার বিকেলে শীতবস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে রংপুর বিভাগের শীতার্ত মানুষের জন্য রংপুর মহানগর, রংপুর জেলা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলা যুবলীগের প্রতিনিধিদের কাছে শীতবস্ত্র হস্তান্তরের এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস আরও বলেন, যুবলীগের অন্যতম লক্ষ্য মানবিক ধারাকে গতিশীল করা। মানুষের সুখে-দুঃখে সাথি হওয়া। এ লক্ষ্যে যুবলীগ ইতিমধ্যে অনেক মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। এই ধারা অব্যাহত থাকবে।

মানবিক সমাজ গঠনের পথে স্বাধীনতাবিরোধী চক্র প্রধান বাধা উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান বলেন, স্বাধীনতাবিরোধী, রাজাকার, আলবদর, আলশামস এবং বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। যারা জাতির পিতাকে অমানবিক ও নৃশংসভাবে সপরিবারে হত্যা করে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।

যুবলীগের নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম মো. আহসানুল হক, তাজউদ্দিন আহমেদ, বিশ্বাস মুতিউর রহমান, সাইফুর রহমান, সোহেল পারভেজ, মশিউর রহমান, জাকির হোসেন, মাইন উদ্দিন, ইসমাইল হোসেন, জয়দেব নন্দী, সাদ্দাম হোসেন পাভেল, শামছুল আলম অনিক, দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।