বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য জোটসঙ্গী আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ থেকে নিজ দলের প্রতীকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি তাঁকে ধানের শীষে লড়ার প্রস্তাব দিলেও পার্থ রাজি হননি। ফলে, বিএনপি ভোলা-১ এ পার্থের বিপরীতে কোনো প্রার্থী দেবে না। পার্থ ২০০৮ সালে এই আসন থেকে বিএনপির সমর্থনে এমপি হয়েছিলেন।