ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক

ঢাবি শিক্ষার্থী হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ইসলামী আন্দোলনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার নিহত হন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

বিবৃতিতে মাওলানা ইউনুস আহমেদ বলেন, রাষ্ট্রের প্রধান কাজই হলো জননিরাপত্তা নিশ্চিত করা। মানুষ রাষ্ট্রকে এ জন্যই কর দেন। কিন্তু বাংলাদেশের ভাগ্যাহত মানুষের নিরাপত্তা কোনো কালেই নিশ্চিত হয়নি। পতিত ফ্যাসিবাদের আমলের কথা বাদ দিলেও অভ্যুত্থান–পরবর্তী সরকারের দীর্ঘদিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

পরিসংখ্যানের বরাত দিয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, চলতি বছরের প্রথম দুই মাসে প্রতিদিন গড়ে নয়জন মানুষ খুন হয়েছেন। পরের মাসগুলোর পরিসংখ্যানও একই রকম হবে। একটি স্বাধীন ও শান্তিপূর্ণ দেশে এভাবে মানুষ খুন হওয়া মেনে নেওয়া যায় না। অবিলম্বে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ইউনুস আহমেদ বলেন, ‘ঢাকার কেন্দ্রে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও এখন নিরাপদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলমে ঘটনা আমাদের ব্যথিত ও বিস্মিত করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত দৃশ্যমান উন্নতি করতে হবে।’