বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, যা রুখে দেওয়া না গেলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। ফখরুল বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান। তারেক রহমান ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।