সিপিবির প্রেসিডিয়াম সদস্য হেনা দাসের ১৬তম প্রয়াণদিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন। ঢাকা, ২০ জুন
সিপিবির প্রেসিডিয়াম সদস্য হেনা দাসের ১৬তম প্রয়াণদিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন। ঢাকা, ২০ জুন

সংসদ নির্বাচনে নারীদের আসন বাড়ানোর দাবি সিপিবির

জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য আসন বাড়ানো এবং সেসব আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। তিনি বলেছেন, ‘এই সরকারের (অন্তর্বর্তী সরকার) সময়ে নানা বিষয়ে সংস্কারের কথা বলা হলেও নারীর অধিকার প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম দেখা যাচ্ছে না।’

আজ রোববার সিপিবির প্রেসিডিয়াম সদস্য হেনা দাসের ১৬তম প্রয়াণদিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রুহিন হোসেন এ কথা বলেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়া হয়। কিন্তু রাষ্ট্র এ ব্যাপারে দর্শকের ভূমিকা পালন করে চলেছে।

প্রয়াত হেনা দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহিন হোসেন বলেন, হেনা দাস আজীবন এ দেশের মেহনতি মানুষের মুক্তির জন্য লড়াই করে গেছেন। বিপ্লবী পরিবারে জন্মগ্রহণকারী হেনা দাস ছাত্রজীবন থেকেই প্রগতিশীল সংগঠনের সঙ্গে যুক্ত থেকেছেন।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির, অনিরুদ্ধ দাশ, সম্পাদক রাগিব আহসান, আবিদ হোসেন, সদস্য সোহেল আহমেদ, নিমাই গাঙ্গুলী প্রমুখ।