
অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতা–কর্মীদের রাজপথ আঁকড়ে থাকার আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে তাঁরা বলেন, ‘শাপলা চত্বর ও জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচারী আওয়ামী লীগের নেতা ও দোসরদের বিচার না করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি।’
বিবৃতিতে হেফাজতের শীর্ষ দুই নেতা আরও বলেন, সহস্রাধিক শহীদের প্রাণের বিনিময়ে ইতিহাসের অন্যতম সফল রক্তাক্ত গণ-অভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে এ অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু নজিরবিহীন জনসমর্থন থাকার পরও জুলাই বিপ্লবের প্রথম দাবি শাপলা চত্বর ও জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে গড়িমসি করছে সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা দলের নেতা-কর্মী ও ছাত্র-জনতাকে রাজপথ আঁকড়ে থাকতে বলেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘শাপলা চত্বর ও জুলাই গণহত্যার দ্রুত বিচারসহ জুলাই বিপ্লবের দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই। জনগণের আকাঙ্ক্ষা ও দাবির সঙ্গে এক হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সব রাজনৈতিক দলকেও সিদ্ধান্ত নিতে হবে।’