জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

একটি দল না চাইলে পিআর আটকে দেওয়াটা অবিচার হবে: জামায়াত

বড় একটা দল না চাইলে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) আটকে যেতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা মনে করি কোনো একটি বা তিনটি দল না চাইলে আটকে যাওয়াটা ইনজাস্টিস (অবিচার) হবে, বৈষম্য হবে। কারণ মেজরিটি (বেশির ভাগ) দল তো সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষেই আছে।’

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৪তম দিনের আলোচনায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বেশির ভাগ দলই সংখ্যানুপাতিক পদ্ধতিকেই সমর্থন দিচ্ছে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, আমরা অর্থাৎ জামায়াতে ইসলামী পিআরের পক্ষে আছি।’ উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও সংরক্ষিত নারী আসন, সব ক্ষেত্রেই পিআর পদ্ধতি চালুর পক্ষে জামায়াতে ইসলামীর অবস্থান বলেও জানান দলটির এই নায়েবে আমির।