
চীন সফরে তিস্তাবিষয়ক চীনা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি নিয়ে তাঁরা কাজ করছেন। ভবিষ্যতে ক্ষমতায় এলে বিএনপি বিষয়টি ইতিবাচকভাবে দেখবে বলে জানিয়েছে।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজন ব্যাখ্যা করেছি। তাঁরা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন। এটার জন্য তাঁরা কাজ করছেন। আমরা অবশ্যই তাঁদের যে প্রস্তাব, সেটি ভবিষ্যতে যদি সরকার পরিচালনার দায়িত্বে আসি, অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব।’
আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। দলটির সাম্প্রতিক চীন সফর বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছা এবং সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনকে অধিকতর ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বলে জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে চীন আগ্রহের সঙ্গে কাজ করছে। মিয়ানমার সরকারকে তাঁরা রাজি করানোর চেষ্টা করছেন।
সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে গিয়েছিল বিএনপির একটি প্রতিনিধি দল। ওই দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার। আজ তাঁরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।