
‘বাংলাদেশ এলডিপি’ নামে নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছেন শাহাদাত হোসেন সেলিম। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে তিনি এই আবেদনপত্র জমা দেন।
তারপর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শাহাদাত হোসেন সেলিম নিজেকে বাংলাদেশ এলডিপির মহাসচিব হিসেবে উল্লেখ করেন।
ইসির তথ্যমতে, ২০০৮ সালের ২০ অক্টোবর লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) নিবন্ধন দেওয়া হয়। দলটির প্রেসিডেন্ট অলি আহমদ এবং মহাসচিব রেদোয়ান আহমেদ। ২০১৯ সালের নভেম্বরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন শাহাদাত হোসেন সেলিম।
ইসিতে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদনের পর আজ সংবাদ বিজ্ঞপ্তিতে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টির ধারাবাহিকতায় বাংলাদেশ এলডিপি নামে নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছি। ১২৭টি উপজেলা, ২৬টি জেলার কমিটি জমা দিয়েছি। সর্বোপরি আমাদের দলের দুজন সংসদ সদস্য আছেন, তাঁদের নাম ও গেজেট জমা দিয়েছি।’
নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য অনেক অবাস্তব এবং অপ্রয়োজনীয় শর্ত দিয়েছে, যেগুলো সঠিকভাবে পালন করা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, এই মুহূর্তে যে কটি রাজনৈতিক দল আছে, এর মধ্যে অর্ধেক রাজনৈতিক দলই অন্তঃসারশূন্য। তাদের কোনো কার্যক্রম নেই। তাদের নিবন্ধন বাতিল করে নতুন দলগুলোকে নিবন্ধন দিতে হবে।
বাংলাদেশ এলডিপি আগামী দিনে বিএনপির নেতৃত্বের আন্দোলনে থাকবে বলেও জানান শাহাদাত হোসেন সেলিম।
নিবন্ধন আবেদনের সময় আবদুল গনি, সৈয়দ মো. ইব্রাহিম রওনক, শাহাদাত হোসেন সেলিম, তমিজ উদ্দিন, এম এ বাশার, চাষী এনামুল হক, এস এম মহিউদ্দিন, মোহাম্মদ ফয়সল, নীলা চৌধুরী, হামিদুল করিম, মাজহারুল ইসলাম, মো. জিসান, বেলায়েত হোসেন, প্রকৌশলী নোমান ও রানা হোসেন উপস্থিত ছিলেন।