Thank you for trying Sticky AMP!!

হজরত মুহাম্মদ (সা.)-এর মদিনা–জীবন

প্রখ্যাত স্কটিশ ইতিহাসবিদ উইলিয়াম মন্টোগোমারি ওয়াট রচিত ‘মুহাম্মদ অ্যাট মক্কা’ প্রকাশিত হওয়ার তিন বছর পর প্রকাশিত হয় ‘মুহাম্মদ অ্যাট মদিনা’। এতে মহানবী (সা.)-এর মদিনার, তথা জীবনের শেষ মাত্র ১০ বছরের সময়কালের বহুমাত্রিক কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয়েছে বিশদভাবে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামি অধ্যয়ন বিষয়ের এমেরিটাস প্রফেসর ওয়াট এই বইয়ে ১০টি মূল অধ্যায়ে হজরত মুহাম্মদ (সা.)-এর মদিনায় বসবাসকালীন জীবন ও কর্মকে নির্মোহ ও নিবিড়ভাবে বিশ্লেষণ করেছেন।

কুরাইশদের অত্যাচারে মাতৃভূমি মক্কা ছেড়ে হজরত মুহাম্মদ (সা.) ইয়াস্রিব তথা মদিনায় আশ্রয় নেন ৬২২ খ্রিষ্টাব্দের ৪ সেপ্টেম্বর। সেই সঙ্গে শুরু হয় ইসলামের জয়যাত্রা।

Also Read: দোয়া ইউনুস যেভাবে এল

বইটিতে হিজরতের পর কুরাইশদের সঙ্গে একের পর এক যুদ্ধ, মক্কা বিজয়, আরবদের এক পতাকাতলে ঐক্যবদ্ধ করার মতো ঘটনাপ্রবাহের বিবরণ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্লেষণ করা হয়েছে মদিনার অভ্যন্তরীণ রাজনীতি, ইহুদিদের সঙ্গে সম্পর্ক, ইসলামি রাষ্ট্রের সনদ, সামাজিক কাঠামোর সংস্কার, নতুন ধর্মের বৈশিষ্ট্য এবং মানুষ মুহাম্মদ ও তাঁর মহত্ত্ব।

Also Read: যেভাবে সালাম এল

বইটির উপসংহার টানতে গিয়ে ওয়াট লিখেছেন, ‘মুহাম্মদের জীবন ও ইসলামের প্রথমদিককে যতবার কেউ ইতিহাসের পাতা থেকে দেখবে, তাঁর অর্জন ও সাফল্যগুলোর ব্যপ্তি দেখে ততবারই বিস্মিত হবে। এটা ঠিক যে বিভিন্ন অনুকূল পরিস্থিতি তাঁর জন্য সুযোগ এনে দিয়েছিল, কিন্তু তিনি ছিলেন একেবারে সময়োপযোগী মানুষ। একজন সফলতম দূরদ্রষ্টা, রাষ্ট্রনায়ক ও প্রশাসক হিসেবে কৃতিত্ব অর্জন এবং তারও আগে আল্লাহর ওপর তাঁর অবিচল আস্থা এবং তাঁর দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাঁকে পাঠিয়েছেন—এসব না ঘটলে মানবজাতির ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় অলিখিত থেকে যেত।’

‘মুহাম্মদ অ্যাট মদিনা’: ডব্লিউ মন্টোগোমারি ওয়াট, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, লন্ডন, ১৯৫৬।

Also Read: যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ এল