মসজিদুল হারাম (কাবা শরিফ), মক্কা, সৌদি আরব
মসজিদুল হারাম (কাবা শরিফ), মক্কা, সৌদি আরব

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ২৭ মার্চ পর্যন্ত

পবিত্র হজ পালনে নিবন্ধনের সময় মঙ্গলবার শেষ হওয়ার কথা থাকলেও এই সময় বাড়িয়ে ২৭ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে পাঁচবার বাড়ানো হলো চলতি মৌসুমে হজযাত্রীদের নিবন্ধনের সময়। আজ বেলা ৩ টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩৫ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮২৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৫ হাজার ৮০৬ জন নিবন্ধন করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর হজে যাওয়ার জন্য বাংলাদেশের জন্য কোটা রয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১৫ হাজার জন। অন্যরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।