ভালো প্রতিবেশী আল্লাহর প্রিয়জন

প্রতিবেশ বলতে বোঝায়, শহরে বা গ্রামে নিজের আশপাশে গড়ে ওঠা ঘরবাড়ি। আর সেই বাড়িঘরের বাসিন্দারা হলেন পরস্পরের প্রতিবেশী।

ইসলাম প্রতিবেশীর জন্য অধিকার নির্ধারণ করে দেওয়া হয়েছে। মানুষ যেখানেই বসবাস কিংবা অবস্থান করুক, প্রত্যেকের প্রতিবেশী আছে। থাকেই। মানব সমাজে একজন প্রতিবেশী অন্য প্রতিবেশীর সংলগ্ন হয়ে থাকেন। সকাল-সন্ধ্যা কর্মস্থলে যাওয়ার সময় এবং ফেরার সময় যেমন তাদের সাক্ষাৎ হয়, তেমনি নামাজের সময় মহল্লার মসজিদে বা অন্যান্য ক্ষেত্রেও তাদের সঙ্গে দেখা হয়। প্রয়োজনের মুহূর্তে তাৎক্ষণিক সহায়তার জন্য, আপদে-বিপদ মোকাবিলার জন্য প্রতিবেশী থাকেন সবচেয়ে কাছের মানুষ হিসেবে।

এ-কারণে ইসলাম প্রতিবেশীর জন্য সুনির্ধারিত অধিকার বাতলে দিয়েছে। রাসুল (সা.) বহু প্রাসঙ্গিক ক্ষেত্রে প্রতিবেশী সম্পর্কে বারবার উপদেশ দিয়েছেন। আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) আমাদের জানিয়েছেন, ‘জিবরাইল (আ.) আমাকে প্রতিবেশীর সম্পর্কে আমাকে এত বেশি বলতে থেকেছেন যে আমার ধারণা হলো, প্রতিবেশীকে হয়তো ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। (সহিহ বুখারি, হাদিস: ২,০১৪)

আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বন্ধু সে, যে তার বন্ধুর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে ভালো। (সুনানে তিরমিজি, হাদিস: ১,৯৪৪)

বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে প্রতিবেশীর সঙ্গে আচরণ সম্পর্কিত ধারণা পাওয়া যায় যে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের কষ্ট দেওয়া যাবে না এবং তাদের দেওয়া কষ্ট সহ্য করে নিলে আল্লাহ তার বিনিময়ে সওয়াব দান করবেন।