Thank you for trying Sticky AMP!!

প্রতীকী

কতদিন থাকব মেহমান হয়ে

হজরত আবু আবু শুরাইহ খুযাঈ (রা.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে।

রাসুলুল্লাহ (সা.) মেহমানদারি তিন দিন, আর উত্তম মেহমানদারি একদিন–একরাত্রি। কোনো মুসলমানের জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের কাছে থেকে তাকে দিয়ে পাপ করাবে।

সাহাবারা বললেন, হে আল্লাহর রাসুল, কীভাবে সে তাকে দিয়ে পাপ করাবে?

তিনি বললেন, সে (মেহমান) তার কাছে (বেশি দিন) থাকবে, অথচ তার (মেজবানের) এমন সামর্থ্য নেই যা দিয়ে সে তার মেহমানদারি করবে।

 মুসলিম, হাদিস: ৪৪০৬

Also Read: ফজরের নামাজ পড়লে ১০ পুরস্কার পাওয়া যায়