Thank you for trying Sticky AMP!!

আলোর পাঠশালা

বাংলাদেশের যে প্রত্যন্ত এলাকাগুলোতে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি, সে রকম অবহেলিত পাঁচটি জায়গায় স্কুল প্রতিষ্ঠা করেছে প্রথম আলো ট্রাস্ট। ‘আলোর পাঠশালা’ নামের এই স্কুলগুলোতে সামিট গ্রুপের আর্থিক সহায়তায় এখন পড়ালেখা করছে প্রায় এক হাজার শিক্ষার্থী।

‘বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা’য় খেলছে শিশুরা। ছবি: আনোয়ার হোসেন

পাঁচটি স্কুলের নাম ও ঠিকানা
১. প্রথম আলো চর আলোর পাঠশালা, প্রথম আলো চর, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম
২. প্রথম আলো ট্রাস্ট বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা, গোদাগাড়ী, রাজশাহী
৩. প্রথম আলো ট্রাস্ট আলোর পাঠশালা, মদনপুর, ভোলা
৪. প্রথম আলো ট্রাস্ট চর খিদিরপুর আলোর পাঠশালা, চরখিদিরপুর, রাজশাহী
৫. প্রথম আলো ট্রাস্ট আলোর পাঠশালা, গুড়িহারি, নিয়ামতপুর, নওগঁা

রাজশাহীর চরখিদিরপুরে আলোর পাঠশালায় শরীরচর্চা করছে ছেলেমেয়েরা। ছবি: সহিদুল ইসলাম