Thank you for trying Sticky AMP!!

ছয় বল, ছয় ছক্কা

.

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যাটে-বলে পুরোটাই নিজের করে নিয়েছিলেন। যুবরাজ সিংয়ের একটি পারফরম্যান্স তবু আলাদা হয়ে থাকবে। রেকর্ড বইয়ে যেমন, দর্শকদের মনেও। ওভারের ছয়টি বলেই ছক্কা তো আর প্রতিদিন হয় না!
যেন বিধ্বংসী কোনো ভূমিকম্পের মতো। ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়া প্রথম ছয় বলের তিনটিতেই বাউন্ডারি মেরে ছোট একটা ধাক্কা দিলেন। কিন্তু সে তো মাত্র শুরু। রিখটার স্কেলে মাত্রা আরও বেড়ে গেল স্টুয়ার্ট ব্রডের করা পরের ওভারে। ইনিংসের ১৯তম ওভারটির প্রথম বলে একটু পেছনে সরে গিয়ে বল উঠিয়ে দিলেন আকাশপানে। পরের দুটি বলও গ্যালারিতে। বেচারা ব্রড ভাবলেন, রাউন্ড দ্য উইকেট চেষ্টা করা যাক! কিন্তু দিনটি যে শুধুই যুবরাজের রাজত্ব ঘোষণা করবে বলে ঠিক করে রেখেছিল। ওভারের বাকি তিনটি বলও উড়ে গেল ব্যাকওয়ার্ড পয়েন্ট, মিডউইকেট আর মিড অনের পেছনে গ্যালারিতে।
ছয় বলে ছয় ছক্কা, ডারবানের দর্শকদের মন রাঙালেন যুবরাজ। রাঙিয়ে দিলেন রেকর্ড বইও। শেষ ছক্কাটি দিয়েই যে এখন পর্যন্ত টি-টোয়েন্টির দ্রুততম ফিফটিতে (১২ বল) নাম লেখানো হয়ে গেছে ভারতীয় অলরাউন্ডারের!