Thank you for trying Sticky AMP!!

জন্মতারিখ বের করার নিয়ম

বন্ধুকে বলো তার জন্মতারিখের সঙ্গে ২০ গুণ করতে। গুণফলটা জেনে নিয়ে তার সঙ্গে যোগ করো ৭৩। এবার যে যোগফল পেলে তার সঙ্গে গুণ করো ৫। তোমার বন্ধুকে বলো সংখ্যাটির সঙ্গে তার জন্মের মাস যোগ করতে। সেটা জেনে নিয়ে তা থেকে বিয়োগ করো ৩৬৫। এবার যে সংখ্যাটি পেলে, তার প্রথম দুটি হলো তোমার বন্ধুর জন্মদিন, বাকি দুটি হলো জন্ম মাস!
অর্থাৎ, তোমার বন্ধুর জন্মতারিখ x ২০ + ৭৩ x ৫ + মাসের সংখ্যা — ৩৬৫
অবাক হওয়ার কারণ নেই, বিয়োগফল যা হবে, তার প্রথম দুই অঙ্ক জন্মতারিখ এবং শেষের দুই অঙ্ক মাসের সংখ্যা।
উদাহরণ: সর্বশেষ ফলাফল ২৫০৩ হলে, জন্মতারিখ হবে ২৫ মার্চ, আবার ১০১ হলে পয়লা (১) জানুয়ারি।
বি.দ্র.: এই নিয়মে সাল জানা যাবে না।
 সংগ্রহে: রবিউল ইসলাম
শাহজাদপুর, সিরাজগঞ্জ