Thank you for trying Sticky AMP!!

তিনি ছিলেন তিনি আছেন

শিল্পী কাইয়ুম চৌধুরী
.

প্রথম আলো পত্রিকার লোগোটি তাঁর করা। শিল্পী কাইয়ুম চৌধুরীর হাতেই লাল হয়েছিল প্রথম আলোর সূর্য। প্রথম আলোর সব কটি ক্রোড়পত্রের লোগোও তাঁর নকশায় করা। পত্রিকার সব কটি ঈদসংখ্যার প্রচ্ছদ তাঁরই চিত্রকর্মের ছোঁয়ায় অনন্য রং পেয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যাসহ অনেক বিশেষ সংখ্যার প্রচ্ছদও তাঁরই করা। শুরু তো বটেই, একেবারে পরিকল্পনা পর্যায় থেকে প্রথম আলোর সঙ্গে যুক্ত ছিলেন খ্যাতিমান চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী।

.


তরুণ মনের এই মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত প্রথম আলোর শিল্পনির্দেশক হিসেবেই ছিলেন। শুধু আঁকায় নয়, কবিতা বা গদ্যতেও তিনি ছিলেন প্রথম আলোর সঙ্গে। প্রথম আলোর ১৮ বছর হলো। কাইয়ুম চৌধুরী নেই। তাঁর সৃষ্টি, তাঁর নির্দেশনা নিয়েই এগিয়ে যাচ্ছে প্রথম আলো। আমাদের শ্রদ্ধা এই শিল্পীর প্রতি।

আরও পড়ুন :