ফটো ফিচার

আফিফের বিড়াল, হরলান্ডদের বিদায়

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
আইসিসির বর্ষসেরা দলে থাকার খবরটা পুরোনো। শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে আজ সেই স্বীকৃতির স্মারক ক্যাপটা হাতে পেয়েই দেরি করলেন না সবাইকে জানাতে
ছবি: টুইটার
সৌদি আরবে ব্যস্ত সময় কাটছে লিওনেল মেসির। দেশটির পর্যটন দূত হওয়া আর্জেন্টাইন মহাতারকা কাল ঘুরে এলেন ইউনেস্কোর ঐতিহ্য আল বালাদে
ছবি: ইনস্টাগ্রাম
ভালোই সময় কাটাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদান
ছবি: ইনস্টাগ্রাম
বাচ্চাদের সঙ্গে সময় সাফারিতে ভারতের সাবেক অলরাউন্ডার ইউসুফ পাঠান
আর্লিং হরলান্ডসহ আরও বেশ কজন খেলোয়াড়-কর্মকর্তাকে আজ ধন্যবাদ দিয়ে বিদায় জানিয়েছে জার্মান বরুসিয়া ডর্টমুন্ড
মিশন মঁপেলিয়ে। পিএসজি-মঁপেলিয়ে ম্যাচের আগে স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও রামোস
পরিবারের সঙ্গে পিএসজি তারকা মার্কিনিওস
‘প্রশান্তির শুরু হাসিতেই’—পোষা বিড়ালের সঙ্গে বাংলাদেশের অলরাউন্ডার আফিফ হোসেন