পাইকারের ক্রিকেটপ্রেম

জুনায়েদ পাইকার একজন খাঁটি ক্রিকেটপ্রেমী। এই ভালোবাসার পরিচয় তিনি ফুটিয়ে তুলেছেন অটোগ্রাফ সংগ্রহ করে। প্রিয় ক্রিকেটারের ছবিতে নিয়েছেন অটোগ্রাফ। নিয়েছেন বল, ব্যাট, জার্সির ওপর। এসব জমিয়ে জমিয়ে দারুণ এক ক্রিকেট সংগ্রহশালাই গড়েছেন বগুড়ার তরুণ। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ক্রিকেটের এসব স্মারক প্রদর্শনীর উদ্বোধনও হয়ে গেল কাল। তিন দিনের প্রদর্শনীটি চলবে আগামীকাল বিকেল চারটা পর্যন্ত। পাইকারের সংগ্রহশালায় সুনীল গাভাস্কার, গ্রাহাম গুচ, ইয়ান বোথাম, রিচি রিচার্ডসন, ওয়াসিম আকরাম, মাইক আথারটন থেকে শুরু করে যুবরাজ সিং, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, তামিম ইকবাল—বিখ্যাত সব ক্রিকেটারের অটোগ্রাফ রয়েছে। রয়েছে বাংলাদেশের স্মরণীয় জয়ে ভাস্বর কিছু ম্যাচের স্টাম্পের রেপ্লিকা। আছে ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানো ম্যাচের স্টাম্প, ২০১০ সালে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজের একটাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিখ্যাত কার্ডিফ ম্যাচেরও স্টাম্প আছে। আছে ২০১১ বিশ্বকাপের ১৪ দলের অধিনায়কের সইসংবলিত ব্যাট। বাংলাদেশের প্রথম টেস্টের টিকিট থেকে শুরু করে স্মরণীয় অনেক ম্যাচের টিকিটও আছে। সঙ্গে আছে ক্রিকেট-সম্পর্কিত ডাকটিকিট ও উদ্বোধনী খাম।পাইকার ১৯৯৮ সালে বাংলাদেশে হওয়া মিনি বিশ্বকাপে ছিলেন বলবয়। সেবার অবশ্য কারোর অটোগ্রাফ নিতে পারেননি। তবে তখন থেকেই স্বপ্নের শুরু। এরপর নিজ উদ্যোগে ধীরে ধীরে এগুলো সংগ্রহ করেছেন।ব্যক্তিগত পর্যায়ে এমন উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত বাংলাদেশে ক্রিকেট আর্কাইভ হয়নি। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন কাল স্মারক প্রদর্শনীর উদ্বোধন করতে এসে বললেন এটির প্রয়োজনীয়তার কথা, ‘ক্রিকেট আর্কাইভ গড়ে তুলতে বিভিন্ন বোর্ড সভায় আমরা আলোচনা করেছি। দুর্ভাগ্যজনক হলেও স্থানাভাবে এখনো সেটা সম্ভব হয়নি। তবে এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আশা করি, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আর্কাইভটা করতে পারব।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।