Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানি শুটারদের ভিসা না দেওয়ায় ভারতের শাস্তি

পাকিস্তানি শুটারদের ভিসা দেয়নি ভারত। ফাইল ছবি

‘পাকিস্তান নিপাত যাক’—ভারতজুড়ে এখন এই স্লোগান। দেশটির ক্রীড়া মহলের দাবি, পাকিস্তানকে বয়কট করো! গণদাবি মেটাতে গিয়ে চার পাকিস্তানি শুটারকে ভিসা দেয়নি ভারত সরকার। যাঁরা ভারতে অনুষ্ঠানরত শুটিং বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসতে চেয়েছিলেন। আর এই ভিসা নিয়েই বিপদে পড়েছে ভারতের ক্রীড়াঙ্গন। পাকিস্তানি শুটারদের ভিসা না দেওয়ায় ভারতের ওপর চটেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। বাতিল করে দিয়েছে এই টুর্নামেন্ট থেকে টোকিও ২০২০ অলিম্পিকের জন্য ১৬ জন শুটারের যোগ্যতামান পেরোনোর বিষয়টি।

শুধু শুটিংই নয়, ভারত এ অবস্থান থেকে সরে না এলে কোনো অলিম্পিক ইভেন্টের ভেন্যুই ভারতকে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আইওসি। তাদের মতো একই সিদ্ধান্ত নিতে আইওসি অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকেও অনুরোধ জানিয়েছে। এক বিবৃতিতে আইওসি বলেছে, ‘ভারত যেটা করেছে, তা অলিম্পিক সনদের মূলনীতির পরিপন্থী।’ ওই চার পাকিস্তানি শুটারের অংশগ্রহণ নিশ্চিত করতে শেষ মুহূর্তে ভারতের জাতীয় অলিম্পিক কমিটি ও আইওসি যৌথভাবে চেষ্টা করেছিল। কিন্তু যথাসময়ে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হানার পর দিল্লিতে হওয়া শুটিং বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের শুটারদের ভিসা দেয়নি ভারত।