বান্ধবী জর্জিনার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো
বান্ধবী জর্জিনার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো

ফটোফিচার

‘রেগে’ আছেন কেন রোনালদো?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বিশ্রামে আছেন বিরাট কোহলি। সমুদ্রের পাশে সূর্যস্নান তাঁর
সাম্প্রতিক সময়ের জীবন…নাওমি ওসাকার ক্যাপশন এমনই। তাতে এমন ছবি আছে, কুকুরের সঙ্গে সময় কাটানো, পানির মধ্যে হাঁটার অনুশীলনের সঙ্গে আছে হাতে নতুন ট্যাটুর খবরও
গ্রেনাডা থেকে উঠে এসেছেন, নিজেকে স্পাইসম্যান বা মশলামানব বলেই পরিচয় দেন আন্দ্রে ফ্লেচার। পরিবারকে নিয়ে গিয়েছিলেন এশিয়ান খাবার খেতে…
আজারবাইজান গ্রাঁ প্রি জিতেছেন ম্যাক্স ভারস্টাপেন। সেটিরই উদ্‌যাপন রেড বুল ড্রাইভারের
ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, সেটিও সপ্তাহখানেক হয়ে গেল। আপাতত অবসর সময়ই পার করছেন রাফায়েল নাদাল। ‘শুভ সকাল’ জানিয়ে নাদাল লিখেছেন, ‘সবার রোববারটা ভালো কাটুক। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো সব সময়ই বিশেষ কিছু।’
তুরস্কে ঘুরতে গিয়ে দেশটির ঐতিহ্যবাহী পোশাকে পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। সে স্মৃতি শেয়ার করেছেন তিনি
প্রথম দেখায় মনে হলেও হতে পারে, হয়তো রেগেই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বান্ধবী জর্জিনার সঙ্গে রোনালদোর এ পোজ যে ‘সেলফি’র স্বার্থেই, সেটি অবশ্য বুঝে নিতে খুব সমস্যা হওয়ার কথা নয়। এ ছবির ক্যাপশনে শুধু ভালোবাসার ইমোজিই ব্যবহার করেছেন রোনালদো