আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে বুয়েনস এইরেসে পৌঁছেছেন লিওনেল মেসি। নির্ভার লিটন দাস ঘুরে দেখছেন সিলেটের চা বাগান। ক্রীড়াঙ্গনের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
স্ত্রী ভালেন্তিনা সেরভান্তেসকে নিয়ে গ্রিসের মাইকোনোস দ্বীপে ঘুরতে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজশামীম হোসেনের ২৫তম জন্মদিন আজ। সিলেটে বিশেষ দিনটা বাংলাদেশ দলের সতীর্থ ও স্টাফদের সঙ্গে উদ্যাপন করেছেন শামীমভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে অনুশীলনে আর্জেন্টিনার ফুটবলাররাআর্জেন্টিনা দলের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনিচিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ব্রাজিল দলও আজ অনুশীলন করেছেব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো বেশ ফুরফুরে মেজাজে ছিলেনবৃষ্টির মধ্যেই খেলোয়াড়দের অনুশীলন করিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিএক ম্যাচ বাকি রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ অনুশীলনের বাধ্যবাধকতাও ছিল না। অধিনায়ক লিটন দাস এই সুযোগে চা বাগানে ঘুরতে গেছেন। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সিলেটের সবুজ জাদু’ জাতীয় দলের হয়ে আর্জেন্টিনায় সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে দেশে পৌঁছেছেন লিওনেল মেসি