ফটো ফিচার

তাঁরা নাচছেন, নাকি খেলছেন

চলছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের লড়াই। উত্থান-পতনের নানামুখী দ্বৈরথে ফেবারিটদের জয়ের পাশাপাশি দেখা গেছে তারকাপতনও। আজ দ্বিতীয় রাউন্ড থেকেই হেরে বিদায় নিয়েছেন পঞ্চম বাছাই ও সাবেক গ্র্যান্ড স্লামজয়ী দানিল মেদভেদেভ। টেনিস কোর্টের নানা মুহূর্ত ও খেলা দুনিয়ার নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন।
‘দীর্ঘ পথ হাঁটা, মজাদার খাবার এবং চোখধাঁধানো ক্রিসমাসের আলো। লন্ডনের শীত এর চেয়ে সুন্দর হতে পারত না’— এই ক্যাপশনের সঙ্গে ছবিটা পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার
দুই হাত উঁচিয়ে সেঞ্চুরি উদ্‌যাপন করছেন গ্রাহাম ক্লার্ক। বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে খুলনা টাইগার্সের হয়ে আজ ৫০ বলে ৭ চার ও ৬ ছক্কায় গ্রাহাম করেছেন ১০১ রান
ব্যাকহ্যান্ডে রিটার্ন শট খেলছেন নারী এককের দ্বিতীয় বাছাই ইগা সিওনতেক। আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রেবেকা স্রামকোভাকে দাঁড়াতেই দেখনি সময়ের অন্যতম সেরা এই টেনিস তারকা
শট খেলার ভঙ্গি ও শরীরী ভাষাই বলে দিচ্ছে কতটা আগ্রাসী হয়ে আজ কোর্টে নেমেছিলেন ইতালির চতুর্থ বাছাই জেসমিন পাওলিনি। মেক্সিকোর রেনাতা জারাজুয়াকে কোনো সুযোগ না দিয়ে পাওলিনি জিতেছেন সরাসরি সেটে
আলো–আঁধারিতে শট খেলছেন টেলর ফ্রিটজ। আজ এমন সব শটেই চিলির ক্রিস্টিয়ান গারিনকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের উঠতি তারকা
দেখে মনে হতে পারে তিনি নাচছেন। আসলে কলম্বিয়ার কামিলা ওসোরিওর বিপক্ষে রিটার্ন শট খেলছেন তিউনিসিয়ার টেনিস তারকা উনস জাবির। ম্যাচটা তিনি জিতেছেন ৭–৫, ৬–৩ গেমে
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রিটার্ন শট খেলছেন দানিল মেদভেদেভ। ৫ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত চেষ্টা করেও জিততে পারেননি পুরুষ এককের পঞ্চম বাছাই খেলোয়াড়। যুক্তরাষ্ট্রের লার্নার থিয়েনের কাছে হেরেছেন ৩–২ সেটে
দেখতে ও উদ্‌যাপনে শান্তশিষ্ট হলেও খেলার সময় ইয়েলেনা রিবাকিনা একেবারেই ভিন্ন মানুষ। আগ্রাসী টেনিস খেলেই আজ ইভা জোভিচকে উড়িয়ে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন