চলছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের লড়াই। উত্থান-পতনের নানামুখী দ্বৈরথে ফেবারিটদের জয়ের পাশাপাশি দেখা গেছে তারকাপতনও। আজ দ্বিতীয় রাউন্ড থেকেই হেরে বিদায় নিয়েছেন পঞ্চম বাছাই ও সাবেক গ্র্যান্ড স্লামজয়ী দানিল মেদভেদেভ। টেনিস কোর্টের নানা মুহূর্ত ও খেলা দুনিয়ার নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন।