উইম্বলডনে এলেন ‘রাজা’

উইম্বলডনের এককে তাঁর চেয়ে বেশি ট্রফি আর কেউ জেতেননি। আটবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার যদি অল ইংল্যান্ড ক্লাবে পা রাখেন, তাহলে তো বলতেই হয়, ‘রাজা’ এসেছেন উইম্বলডনে। আজ সুইস কিংবদন্তিকে দেখা গেল উইম্বলডনে। কনক্যাকাফ গোল্ড কাপ জিতেছে মেক্সিকো। হংকংয়ে খোলা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জাদুঘর। খেলার ভুবন থেকে নির্বাচিত ছবি—
যুক্তরাষ্ট্রকে হারিয়ে কনক্যাকাফ গোল্ড কাপ জিতেছে মেক্সিকো। শিরোপা উঁচিয়ে ধরলেন মেক্সিকোর তারকা গোলকিপার গিয়ের্মো ওচোয়া
মেয়েদের ইউরোয় আইসল্যান্ডের বিপক্ষে গোলের পর উদ্‌যাপন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড আলায়াহ পিলগ্রিমের। চুলের কারুকাজ দেখার মতো
ফ্রান্সের উত্তরাঞ্চলে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর ডি ফ্রান্স।’ প্রতিযোগিতার তৃতীয় পর্যায়ে রঙিন রাস্তায় প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাচ্ছে সাইক্লিস্টদের
মেয়েদের ইউরোয় মাসকট ‘মাডলি’র সঙ্গে ছবি তুলছেন দর্শক। মাসকটটি বেশ সাড়া ফেলেছে
উইম্বলডনের প্রচণ্ড গরমে স্বস্তি পাননি সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। আজ ম্যাচের একপর্যায়ে তোয়ালে দিয়ে মুখ মুছছেন
হংকংয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর জাদুঘর খোলা হয়েছে। দুই খুদে ভক্তের হাতে রোনালদোর সই করা জার্সি। মাঝে দাঁড়িয়ে রোনালদোর ভাই হুগো দস সান্তোস
উইম্বলডনে আজ স্ত্রী মিরকার সঙ্গে টেনিসের কিংবদন্তি রজার ফেদেরার। উইম্বলডনে সর্বোচ্চ আটবার চ্যাম্পিয়ন হয়েছেন সুইস কিংবদন্তি